

জালে মাছের বদলে উঠলো দেশি পিস্তল , চাঞ্চল্য কাঁকসায়
৯৯ ডিজিটাল ডেস্ক : কাঁকসার বিষ্ণুপুরে একটি পুকুর থেকে মাছ ধরার জালে উঠে এলো দেশি পিস্তল। বুধবার সকালে বিষ্ণুপুরের ওই পুকুরে মাছ ধরছিলেন স্থানীয় কিছু যুবক। জাল টানতেই উঠে এলো মাছের বদলে দেশী পিস্তল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় কাকসা থানায়। পুলিশ এসে পিস্তলটি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। প্রশ্ন উঠছে কোথা থেকে এলো এই দেশি পিস্তল ? আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত ভোট। তার আগে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।