
পুলিশের জালে চার অভিযুক্ত

দীপাবলির উৎসবের মাঝেই দুর্গাপুরে গণধর্ষণ
পুলিশের জালে চার অভিযুক্ত
৯৯ ডিজিটাল ডেস্ক : এক গৃহবধূকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে তোলপাড় শিল্পাঞ্চল। এই ঘটনার দায়ে চার অভিযুক্তকে দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করলো। ঘটনাস্থল দুর্গাপুরের জব্বরপল্লী এলাকা। সোমবার ২৪ শে অক্টোবর যখন গোটা শহর কালীপুজো ও দীপাবলীর আনন্দে মাতোয়ারা সেই সময় ঘটে এই ঘটনা। সন্ধ্যা নাগাদ জনা কয়েকজন দুষ্কৃতী ঐ মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত তিন জন দুর্গাপুরের জব্বরপল্লী এলাকার বাসিন্দা, আরো এক জন প্রান্তিকা বস্তি এলাকার বাসিন্দা।

দুর্গাপুর থানা এই ঘটনায় তদন্ত শুরু করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি দুর্গাপুর জোন তথাগত পান্ডে জানান যে ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত চারজনকে নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। নির্যাতিতা মহিলার পরিবার অভিযুক্তদের চরমতম শাস্তির দাবি জানিয়েছে।