
৯৯ বাংলা নিউজ ডেস্ক: দীর্ঘ দিন ধরেই রাজ্যে বন্ধ ১০০ দিনের প্রকল্পের কাজ। ১০০ দিনের প্রকল্পের টাকার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু কোনও কিছুতেই ফল মেলেনি। ফলে সমস্যায় পড়েছেন ওই প্রকল্পের উপর নির্ভর মানুষজন। তাই অবশেষে ১০০ দিনের জবকার্ড হোল্ডারদের জন্য বড় ঘোষণা করল মমতার সরকার। কি সেই ঘোষণা?
১০০ দিনের প্রকল্পের অধীন জবকার্ড হোল্ডারদের স্বাস্থ্য দফতরে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডার কারা তাঁদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে নবান্ন। আর নবান্নের সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই রাজ্যের সব জেলাই পঞ্চায়েত দফতরের সঙ্গে সমন্বয় রেখে ওই সব জব কার্ড হোল্ডারদের নামের তালিকা তৈরি করতে শুরু করেছে।
নবান্ন সূত্রের খবর, ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তাই আর কেন্দ্রের ওপর ভরসা না করে ১০০ দিনের প্রকল্পে জব হোল্ডারদের রাজ্য বিভিন্ন দফতরের কাজে তাদের লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মমতার সরকার। সেই নির্দেশকেই মান্যতা দিয়ে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজে নিয়োগ করা হবে ১০০ দিনের জবকার্ড হোল্ডারদের। ফলে একদিকে যেমন কাজের সংস্থান হবে। তেমনি স্বাস্থ্য দফতরের কর্মী সংকটের কারণে যে সমস্ত কাজ আটকে রয়েছে তা সম্পন্ন করা সম্ভব হবে।