
নিজস্ব প্রতিবেদন , বাঁকুড়া : পাঁচমুড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হল মহা সমারোহে। এদিনের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি অনসূয়া রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরুপ চক্রবর্তী। পাঁচমুড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অনল বিশ্বাস সহ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ মন্ডল, আইসি দেবাশিষ বোস এবং প্রধান শিক্ষক পিযুশ কান্তি সিংহবাবু সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকগন ও বিশিষ্ট ব্যাক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রথমে পাঁচমুড়া বাজার এলাকায় শতশত প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই পরেই শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। বিদ্যালয় প্রাঙ্গনে এদিন সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গন ছাড়াও অনুষ্ঠান মঞ্চ প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশ তৈরী হয়।
অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুশকান্তি সিংহবাবু জানায় এই বিদ্যালয় ১৯২৪ সালে পথচলা শুরু করে যা চলতি বছরে শতবর্ষে পদার্পণ করল বিদ্যালয় এবং আগামী বছর শতবর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।