
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া : বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১২৫ তম নফর দাসের মেলার শুভ উদ্বোধন হলো ।বিশিষ্টদের উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১২৫তম নফর দাসের মেলার শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার। ক্লাব স্টারের পরিচালনায় অন্যান্য বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদার সহিত মেলার শুভ উদ্বোধন হলো। এইদিনে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের পরে মেলার শুভ উদ্বোধন করলেন সোনামুখী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সূর্যদীপ্ত ভট্টাচার্য।
এছাড়াও বিশিষ্ট সমাজ সেবী সোমনাথ মুখার্জীকে, সমাজসেবী সুব্রত দত্ত, বিশ্বনাথ মুখার্জি , সন্তোষ মুখার্জী , ইউসুফ মন্ডল , কইমুদ্দিন হাজারী, সুজাতা মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সোনামুখী ব্লকের নফরডাঙ্গা এলাকায় এই নফর দাসের মেলা হয়। ১২৫ বছর ধরে প্রাচীন রীতিনীতি মেনেই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।এলাকাবাসীরা মেলার কটা দিন আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাকে আরো প্রাণবন্ত করে তোলা হয়। ক্লাব স্টার এর সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সম্মেলন সম্ভব হয় এবং আশেপাশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষরা এই মেলায় অংশগ্রহণ করে থাকেন ।
কথিত আছে নফর দাস বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন তিনিই প্রথম নফর ডাঙ্গায় এই মেলার শুভ সূচনা করেন। তারপর থেকেই প্রাচীন রীতিনীতি অনুসারে আজও আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে মেলা হয়ে আসছে। এই মেলা সমস্ত ধর্মের মানুষের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছে। সমস্ত ধর্মের মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করেছে। এটি ভারতবর্ষের অন্যান্য মেলাগুলির মধ্যে অন্যতম এই মেলা তা আর বলার অপেক্ষা রাখে না। মেলা কমিটির সভাপতি মহিদুল মিদ্দা জানান , হিন্দু মুসলিম উভয়ে একত্রিত হয়ে আগামী দিনে এই মেলার যাতে আরো বেশি শ্রী বৃদ্ধি করতে পারেন তার প্রচেষ্টা চালাবেন ।