
বিশ্বজিৎ সাহা, মালদহ: মালদহের ঐতিহ্যবাহী এসআরএমবি কাপ ক্রিকেট টুর্নামেন্ট মালদহের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কালিতলা ক্লাবের পরিচালনায় ২২তম এসআরএমবি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল গত রবিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার মাঠে। নকআউট পর্যায়ের এই খেলায় একদিকে ইতিমধ্যে ফাইনালে উঠেছে শিলিগুড়ির অগ্রগামী সংঘ। অপরদিকে শুক্রবার ছিল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতায় ছিল বহরমপুর সবুজ সংঘ ও আমাদের প্রতিবেশী বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। খেলা শুরুর পূর্বে ভাতৃত্ব বোধের মেল বন্ধনে মিলিত হয়ে জাতীয় সঙ্গীত সহকারে দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করে খেলা শুরু হয়। সেই সময় মাঠে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কালিতলা ক্লাবের সম্পাদক এবং এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা দেবব্রত সাহা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সহ জেলার প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়েরা। টসে জিতে বাংলাদেশ দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ২২ ওভার ৪ বল খেলে বাংলাদেশ দল ১২৭ রানে সকলে আউট হয়ে যান। জবাবে ব্যাট করতে নেমে বহরমপুর সবুজ সংঘ মাত্র ১২.৪ ওভারে তিন উইকেটের বিনিময়ে ১৩০ রান তোলে। ফলে বহরমপুর সবুজ সংঘ সেমিফাইনালে ওঠে। বহরমপুর সবুজ সংঘের রাজ কুমার পাল এদিনের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করবে এ এন্ড এস ক্রিকেট একাডেমি কলকাতা ও বহরমপুর সবুজ সংঘ।
এ প্রসঙ্গে কালিতলা ক্লাবের সম্পাদক ও টুর্নামেন্টের মূল উদ্যোক্তা দেবব্রত সাহা বলেন, বাংলাদেশের দল এর আগেও আমাদের এই টুর্নামেন্ট খেলে গেছে। এবারে ও আমাদের আহবানে সাড়া দিয়ে তারা মালদহে খেলতে এসেছে। স্বাভাবিকভাবেই আমরা দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধের মেলবন্দনে আবদ্ধ হয়ে দুই দেশের পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত সহকারে এদিনের খেলা শুরু করেছি