
নিজস্ব সংবাদদাতা: ঝালদা:দীর্ঘ আইনি জটিলতার পর অবশেষে ঝালদা পৌরসভা দখল করলো কংগ্রেস।হাইকোর্টের নির্দেশে হওয়া আজকের চেয়ারম্যান নির্বাচনে ৭-০ ভোটে জয়লাভ করে কংগ্রেস।কংগ্রেসের পক্ষ থেকে পৌর প্রধান নির্বাচন করা হয় ৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার শিলা চ্যাটার্জীকে।অন্যদিকে এদিন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করলেও ভোট দান করেননি।চেয়ারম্যান নির্বাচন ঘিরে সকাল থেকে ঝালদা শহরে ছিল উত্তেজনার পারদ।জারি করা হয় ১৪৪ ধারা।যদিও কোনরকম অশান্তি ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হয় চেয়ারম্যান নির্বাচন।
কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সোমবার দিন পুরুলিয়ার ঝালদা পৌরসভায় সম্পন্ন হয় পৌরপ্রধান নির্বাচন। সকাল থেকেই ঝালদা পৌরসভার ২০০ মিটার জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে । কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝালদা শহর জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পৌরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ জারি করা হয় । ১২ আসন বিশিষ্ট ঝালদা পৌরসভায় বর্তমানে সমীকরণ রয়েছে কংগ্রেস ৬, তৃণমূল ৫ এবং কংগ্রেস সমর্থিত নির্দল ১ ।