
নিজস্ব প্রতিবেদন, গসলি,পূর্ব বর্ধমান : গত কয়েকদিন আগে গলসির গলিগ্রাম থেকে গুসকরা যাওয়ার মোরে দু’নম্বর জাতীয় সড়কের ওপর উড়ালপুলের দাবিতে রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন স্কুলের পড়ুয়ারা সহ এলাকার বাসিন্দারা।
এলাকাবাসীর বিক্ষোভের জেরে মঙ্গলবার গলসির গোলিগ্রাম গুসকরা মোড়ে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। এদিন তিনি স্থানীয় গ্রামবাসীদের সাথে কথা বলেন। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন ২ নম্বর জাতীয় সড়কের আধিকারিকরা। সাংসদ আলুওয়ালিয়া জানিয়েছেন, এলাকাবাসীর সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনা হয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ওই জায়গায় উড়ালপুল বানানো যায় কিনা সেই বিষয়ে তারা এলাকা পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখবেন।
তারপরেই তারা জানাবেন ওই জায়গায় উড়ালপুল বানানো যাবে কিনা। এলাকার বাসিন্দা সমরেশ ঠাকুর জানিয়েছেন, উড়ালপুল না থাকার কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটে ওই এলাকায়। দুর্ঘটনা জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। রাস্তা অবরোধ করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।অবশেষে গত কয়েকদিন আগে তারা গণ অবস্থানে বসেছিলেন। ঘন্টা খানেক রোড অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ উঠিয়ে নিয়েছিলেন।তারপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে তারা এলাকা পরিদর্শন করে খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নেবেন।