
বিশ্বজিৎ সাহা ,মালদহ: মানবিক মুখ লেডি কনস্টেবলের। মানুষ মানুষের জন্য। সেই প্রবাদ বাক্যে হয়তো সেভাবে দেখা যায় না। কিন্তু এভাবে প্রান রক্ষা করে সত্যিই মন জিতেছেন লেডি কনস্টেবল সুলাতা। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি। ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায় এক বৃদ্ধ দম্পতি। পড়ে যেতে দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে যায় লেডি কনস্টেবল। অবশেষে বড়সড় বিপদের হাত থেকে উদ্ধার হয় দম্পতি। রেল সূত্রে জানা যায়,বুধবার নিজের জীবন বিপন্ন করে আরপিএফের লেডি কনস্টেবল সুলতা মন্ডল ‘অপারেশন জীবন রক্ষা’ তার অধীনে এক বৃদ্ধ দম্পতির জীবন বাঁচিয়েছেন।
রেল সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় আড়াইটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন মালদা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার সময় বৃদ্ধ দম্পতি তাড়াহুড়ো করে ধীর গতিতে চলমান ট্রেনের বগিতে ওঠার চেষ্টা করেন। কিন্তু হঠাৎই বৃদ্ধ মহিলা যাত্রী প্ল্যাটফর্মে পিছলে পড়ে যান এবং তিনি ট্রেন এবং প্লাটফর্মে প্রান্তের মাঝখানে পড়ে যান।তৎক্ষণাৎ সেখানে কর্তব্যরত ‘মেরী সহেলী’ দলের লেডি কনস্টেবল সুলতা মন্ডল এবং আরো একজন যাত্রী দেখতে পেয়ে সেই সময় ছুটে আসে। তাদের চেষ্টায় অল্পের জন্যে প্রাণ রক্ষা পায় দম্পতি। পরে উদ্ধার করে তাদের ট্রেনে ওঠানোর ব্যবস্থা করা হয়। জানা যায় তার শরীরে তেমন কোন আঘাত লাগেনি।