
৯৯ ডিজিটাল ডেস্ক, আসানসোল : অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের।
বন্দি দশা থেকে মুক্তি মিললো না। গরু পাচার মামলায় কেষ্টকে আবারও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের সিবিআই আদালত।
শুক্রবার, বীরভূমের তৃণমূল নেতাকে আদালতে হাজির করানো হয়। কিন্তু গত শুনানির মতো এই শুনানিতেও তাঁর জামিনের আবেদন করেননি অনুব্রতের আইনজীবী সোমনাথ চট্টরাজ। সেই কারণে অনুব্রতের জেল হেফাজতেরই নির্দেশ দিলেন বিচারক রাজেশ চক্রবর্তী। তিনি জানান, আগামী ২২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
সূত্রের খবর, কলকাতা উচ্চ আদালতে জামিনের আর্জি জানানোর জন্য আসানসোল আদালতে আলাদা করে জামিনের আর্জি জানাননি অনুব্রত মণ্ডলের আইনজীবী।
তবে, জামিনের আবেদন না জানালেও, এদিন দুটি আবেদন জানান অনুব্রতর আইনজীবী। তার মধ্যে একটি ভোলেব্যোম রাইস মিলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, সেই অ্যাকাউন্ট খুলে দেওয়ার। পাশাপাশি অনুব্রত মণ্ডলের যে দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি ফিরিয়ে দেওয়ার আর্জিও জানানো হয়।
এই আবেদন দুটির মধ্যে অ্যাকাউন্ট নিয়ে বিচারক কিছু বলেননি। তবে, ফোনের বিষয়টি নিয়ে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলার পরে বিচারক জানান যে, ফোন ফেরৎ দেওয়া সম্ভব নয়। শুনানি শেষে অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।