
কৌশিক বসু , দুর্গাপুর : ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং শুক্রবার দুপুরে নিহত রাজু ঝা এর বাড়িতে আসেন। দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক তাই তিনি নিহতের পরিবারকে সমবেদনা জানাতে আসেন বলে জানিয়েছেন। মিনিট কুড়ি রাজুর পরিবারের সাথে সময় কাটানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে তদন্তকারী দল অর্থাৎ সিটের প্রতি তার আস্থা আছে এবং লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে পুলিশ। প্রায় ৬ দিন অতিক্রান্ত হওয়ার পরও এখনো অধরা দুষ্কৃতীরা। ফলে অর্জুন সিং এর এদিনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধরা হচ্ছে। তিনি আরো বলেন যে আব্দুল লতিফ এই হত্যাকাণ্ডের অন্যতম লিংক, তাকে ধরতে পারলেই অনেকটা পরিষ্কার হবে। তবে রাজু ঝা ই যে হত্যাকারীদের মূল টার্গেট ছিল সে বিষয়ে তিনি নিশ্চিত। উল্লেখ্য ২০২১ এর নির্বাচনের আগে এই অর্জুন সিং এর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজু ঝা। পরে অবশ্য অর্জুন সিং ফের তার পুরনো দল তৃণমূলে ফিরে যান।

বৃহষ্পতিবারই ৯৯ নিউজ বাংলায় আমরা জানিয়েছিলাম যে রাজু ঝায়ের হত্যাকারীদের যে ব্যক্তি দুর্গাপুরে নিয়ে এসেছিল,সে ঝাড়খন্ডের গিরিডি র বাসিন্দা। সেই ব্যক্তিকেই তন্ন তন্ন করে খুঁজছে তদন্তকারী দল। শুক্রবার অর্জুন সিং এর বক্তব্য, তদন্তকারী দল হত্যাকারীদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং ঝাড়খন্ড থেকেই শার্পসুটাররা এসেছিল। তাহলে কি রাজু ঝা র হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি শুধু সময়ের অপেক্ষা ?