
৯৯ বাংলা নিউজ ডেস্ক: তাওয়াং সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তবে সামগ্রিক পরিস্থিতি আদতে কী, তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সেনাপ্রধান। তাই সামগ্রিক বিষয়টি নিয়ে আলোচনা করতে কলকাতায় এলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। শনিবার কলকাতায় এসেই ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে সেনার সংশ্লিষ্ট জোনের শীর্ষ কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে।
ফোর্ট উইলিয়াম সূত্রে খবর, তাওয়াংয়ে ভারত এবং চিনের সেনাদের মধ্যে হাতাহাতির ঘটনার পর সেখানকার পরিস্থিতি ঠিক কী এবং চিন পূর্ব সীমান্তের কোথায়-কোথায় উস্কানি দিচ্ছে, সে বিষয়ে পূর্বাঞ্চলীয় সেনা কর্তাদের সঙ্গে আলোচনা করতেই কলকাতায় আসেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। এছাড়া পূর্বাঞ্চলীয় সীমান্তগুলির সামগ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়। তাওয়াংয়ে যে ঘটনা ঘটেছে, সেই ধরনের উস্কানিমূলক ঘটনা আবারও চিন ঘটাতে পারে বলে ভারতীয় সেনাপ্রধান সতর্ক করে দিয়ে গিয়েছেন পূর্বাঞ্চলীয় সেনা কম্যান্ডারকে। তাই সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মনোজ পাণ্ডে।
তাওয়াং সীমান্তে ভারতীয় সেনার হাতে মার খেয়ে চিনের লালফৌজ পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু, পিপলস লিবারেশন আর্মির সদস্যরা আপাতত পালিয়ে গেলেও এই ঘটনায় চিন নীরব থাকবে না বলেই মনে করেন ভারতীয় সেনাপ্রধান। এদিন কলকাতায় পূর্বাঞ্চলীয় সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে সরাসরি না হলেও কৌশলে কার্যত সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি। তাই সীমান্ত এলাকায় সেনাবাহিনীকে যে কোনও ধরনের উসকানি ও প্ররোচণা মোকাবিলা এবং নজর রাখার নির্দেশ দিয়েছেন।