
সন্তোষ, কুমার মণ্ডল, ৯৯ বাংলা নিউজ আসানসোল: শহরে যানজট এড়াতে জিটি রোডের বেশ কিছুটা এলাকায় শুক্রবার থেকে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ প্রশাসন।এই নিষেধাজ্ঞা জারির পরেই টোটো চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকেই তাঁরা রাস্তায় নেমে দফায় দফায় বিক্ষোভ দেখান।শনিবারেও সেই বিক্ষোভ অব্যাহত। আসানসোলের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডের সামনে হটন রোড ও জিটি রোডের সংযোগস্থলে সকাল সাড়ে ১১ টা থেকেই টোটো চালকেরা জিটি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
টোটো চালকদের বিক্ষোভের ফলে আসানসোল শহরের জি টি রোড ও হটন রোড মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েন। তাদেরকে হয়রানির শিকার হতে হয়।
তাদের একটাই দাবি, টোটো চলতে দিতে হবে।এই বিক্ষোভ অবরোধের ফলে জি টি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে এলাকায় আসে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ, এসিপি (ট্রাফিক) পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স।বেশ কিছুক্ষন অবরোধ চলার পর পুলিশ আলোচনার আশ্বাস দিলে অবরোধ ওঠে। এদিকে আসানসোল দক্ষিণ থানার আইসি মাইকিং করে সন্ধ্যে সাড়ে ছটায় টোটো চালকদের থানায় বৈঠকে বসার কথা বলেন।