
৯৯ বাংলা ডেস্ক : আগামী ১২ মার্চ নাগাল্যান্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। মেঘালয় এবং ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ১৫ মার্চ এবং ২২ মার্চ। এই তিন রাজ্যের মধ্যে মেঘালয় এবং ত্রিপুরায় নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। উত্তর পূর্বের এই তিন রাজ্য ছাড়াও চলতি বছরে আরও ছয় রাজ্যের বিধানসভা নির্বাচন আয়োজিত হবে। বুধবার দুপুর আড়াইটের মধ্যে সাংবাদিক বৈঠক আয়োজিত হবে দিল্লিতে। আর সেখানেই এই তিন রাজ্যের ভোটের দিন ঘোষণা করবে কমিশন।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের ১২ তারিখ নাগাল্যান্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। পাশাপাশি ত্রিপুরা বিধানসভা ও মেঘালয় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে মার্চ মাসের ২২ এবং ১৫ তারিখ। আর এই তিন রাজ্যের মধ্যে মেঘালয় ও ত্রিপুরার নির্বাচনী ভোটকে পাখির চোখে দেখছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আসন দখলের চেষ্টায় মরিয়া রাজনৈতিক দলগুলি। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
এরপরই এ বছরই ফের জম্মু কাশ্মীরেও নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৮ সালের নভেম্বর মাসে জম্মু কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়। ২০১৯ সালে জম্মু কাশ্মীরের রাজ্য়ের স্বীকৃতি প্রত্য়াহার করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়ে জম্মু কাশ্মীর এবং লাদাখকে। ফের জম্মু কাশ্মীরের রাজ্য়ের তকমা ফিরিয়ে দিতে উদ্য়োগী হয়েছে কেন্দ্র।