
৯৯ বাংলা ডেস্ক , মালদাহ : ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে। তবে এবার আর ইট, পাথর ছুঁড়ে হামলা নয়। চলন্ত অবস্থায় বন্দে ভারতে এক্সপ্রেসে উঠতে গিয়ে ছিটকে পড়লেন এক রেল যাত্রী। শনিবার সন্ধ্যায় মালদা টাউন স্টেশনের ঘটনা। শেষ পর্যন্ত কার্যত ‘মৃত্যুমুখ’ থেকে রক্ষা পান তিনি।
প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএসএফের দুই কনস্টেবল এবং অন্যান্য যাত্রীদের তৎপরতায় প্রাণ বাঁচেন ওই যাত্রী। অবশেষে ট্রেন থামিয়ে গাড়িতে তোলার ব্যবস্থা করা হয় ওই রেলযাত্রীকে। বড় ধরনের কোনও চোট আঘাত থেকেও বেঁচে গিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয় হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে দাঁড়ায় ট্রেন। সন্ধ্যা ছটা নাগাদ মালদহ টাউন স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত।
ছাড়ার পর পেছন থেকে দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করেন এক রেল যাত্রী। কিন্তু, আধুনিক সুবিধা-যুক্ত এই ট্রেনের স্বয়ংক্রিয় দরজাগুলি সেই সময় বন্ধ হয়ে গিয়েছে। বছর ৪০-এর ওই যাত্রী গার্ডের কামরার দরজা দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়েন। ট্রেনের দরজা থেকে ঝুলে পড়ে চাকার নীচে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সঙ্গে সঙ্গেই দৌড়ে আসেন প্ল্যাটফর্মে কর্তব্যরত দুুই আর পি এস এফ কনস্টেবল রঞ্জিত কুমার এবং সুমিত কুমার।