
সৈয়দ মফিজুল হোদা,বাঁকুড়া: রাস্তায় ট্রাকের চাকা বসে গিয়ে যানজট সৃষ্টি হয় বাঁকুড়ার ভৈরব স্থান তিনমাথা মোড়ে। এরফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষন আটকে পড়ে পথচলতি মানুষেরা। ঘন্টাখানেক পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাঁকুড়ার ভৈরবস্থান তিন মাথা মোড়ে রেল ব্রিজের কাছে একটি ধান বোঝাই ট্রাক কলেজ মোড়ের দিক থেকে মাচানতলার দিকে যাবার সময় রাস্তার উপর হঠাৎই ট্রাকের পিছনের চাকা রাস্তার মধ্যে ঢুকে যায়। যার কারণেই ব্যাপক যানজটে সৃষ্টি হয়। উপস্থিত পুলিশ কর্মীরা তৎপরতা সাথে পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা পৌঁছান। প্রশাসনের তৎপরতায় প্রথমে ধান বোঝায় ট্রাকটি থেকে ধানের বস্তা নামিয়ে তারপর ক্রেনের সাহায্যে ট্রাকটি ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে একাধিক দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে শাসক দল।রাস্তার কাটমানী নিয়েও একাধিকবার সরব হতে দেখা গেছে বিরোধীদের। রাস্তার বেহাল দশাতেও কি কাটমানি? প্রশ্ন তুলে সরব হচ্ছে বিরোধীরা।
তবে এবিষয়ে বাঁকুড়া বিধায়ক নীলাদ্রি দানা কে প্রশ্ন করা হলে তিনি রাজ্য সরকারকে একহাত নেন। কটাক্ষ করে বলেন, রাজ্য সরকার উন্নয়ন রাস্তায় হেলে পড়েছে। একটা ট্রাকে করে মাল নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে চাকা ঢুকে গিয়ে ট্রাক হেলে পড়েছে একেই বলে পশ্চিমবাংলায় রাস্তায় উন্নয়ন হেলে পড়েছে।