
৯৯ বাংলা ডেস্ক : দ্বিতীয়বার বিজেপির রাষ্ট্রীয় সভাপতির পদে নির্বাচিত হলেন জে পি নাড্ডা। সোম ও মঙ্গল- দু-দিন দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের শেষদিনেই দ্বিতীয়বারের জন্য দলের সভাপতি নির্বাচিত হয়েছেন জে.পি নাড্ডা।
আজ অর্থাৎ বুধবার রাজ্যে আসছেন বিজেপির এই দুঁদে নেতা। দলের সভাপতির পদে নির্বাচিত হওয়ায় তাঁকে সম্বর্ধনা জানাবে রাজ্য বিজেপি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ওয়েস্টিং হোটেলের বাইরে তাঁকে সম্বর্ধনা দেওয়া হবে। রাজ্যের দুদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির সর্ব ভারতীয় সভাপতির। ইসকন মন্দিরে পুজো দেওয়া থেকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর । সোম ও মঙ্গল- দু-দিন দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের শেষদিনেই দ্বিতীয়বারের জন্য দলের সভাপতি নির্বাচিত হয়েছেন জে.পি নাড্ডা। ইসকন মন্দিরে পুজোয় সামিল হয়ে প্রসাদ গ্রহণ করে সন্ন্যাসীদের সঙ্গে বৈঠকে বসবেন । মূলত, মন্দিরের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করতেই ইসকন সন্ন্যাসীদের সঙ্গে বৈঠকে বসবেন নাড্ডা। ইসকন মন্দির থেকে বেরিয়ে সড়কপথে নদিয়ার বেথুয়াডহরি আসবেন । সেখানে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে বৃহস্পতিবার এক জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখবেন নাড্ডা। জনসভা শেষে স্থানীয় একটি হোটেলে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেই বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্বেরও উপস্থিত থাকার কথা রয়েছে। মূলত পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করতেই জেলা ও রাজ্য স্তরের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন বিজেপি সভাপতি। সেই বৈঠকের পরই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
প্রসঙ্গত বুধবার ভোররাতেই হাওড়ায় এসে পৌঁছান মোহন ভগবত। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস থেকে নামেন তিনি। তখন ঘড়িতে ভোর ৫ টা। সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। কলকাতায় আরএসএস-এর সাংগঠনিক বৈঠক আছে। আর এই কর্মসূচিতে অংশ নিতেই তিনি কলকাতায় এসেছেন। এদিন হাওড়া স্টেশনে ছিল কড়া নিরাপত্তা । উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই সংগঠনকে চাঙ্গা করতে রাজ্যে আরএসএস ও বিজেপির দুই প্রভাবশালী নেতা