
৯৯ বাংলা নিউজ ডেস্ক: আজ ২৬ জানুয়ারি, গোটা দেশে জুড়ে পালিত হচ্ছে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। তবে এই একই দিনে বাঙালির সরস্বতী পুজোও বটে। জেলায় জেলায় ধুমধাম করে চলছে বাগদেবীর আরাধনা। বাদ পড়েনি ভাঙড়ও (Bhangar)। সেখানে সকলকে একেবারে তাক লাগিয়ে গড়ে উঠেছে আমেরিকার স্ট্যাচু অব লিবার্টির আদলে সরস্বতী প্রতিমা।
যা দেখে আপ্লুত সকলে।নিউটাউন লাগোয়া কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কুলবেড়িয়া গ্রামে এ বার সরস্বতী পুজোর থিম আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি। চারিদিকে আলোর রোশনাই। প্রায় ১৩০ ফুট মণ্ডপের ওপর সুবিশাল স্টাচু অফ লিবার্টির মূর্তি। আর মণ্ডপের ভেতরে সুসজ্জিতা বিদ্যার দেবী মা সরস্বতী। সবমিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে। এককথায় এবার ১৩ তম বর্ষে সকলকে তাক লাগিয়ে দিল কুলবেড়িয়ার মাকালী সংঘ।