
৯৯ ডিজিটাল ডেস্ক , দুর্গাপুর : “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মানসিক সন্তুলন হারিয়েছে,তাই তার মানসিক সুস্থতা কামনা করে গ্রীটিংস কার্ড বাড়িতে পৌঁছে দেব”, জানালেন দুর্গাপুরের যুব তৃণমূলের ২ নং ব্লক যুব সভাপতি রাজু সিং। কিন্তু কেন এই অভিনব পরিকল্পনা ? সম্প্রতি শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য রাজ্য রাজনীতির “কু-কথা” র মিছিলে নতুন পালক যোগ করেছে। শুভেন্দুর মন্তব্য ,” অভিষেকের ছেলের জন্মদিনে সন্ধ্যেবেলায় পাঁচতারা হোটেলে ডিনার পার্টি” । এই উক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে যুব তৃণমূলের এই অভিনব কর্মসূচী। ব্লক সভাপতি রাজু সিং জানান যে ওনার মানসিক অবস্থার বিচ্যুতি ঘটেছে , তিনি লাগাতার অভিষেক ব্যানার্জীর বিরূদ্ধে কুৎসা করে যাচ্ছেন । অভিষেক ব্যানার্জীর নিজস্ব ফুটবল ক্লাবের অনুষ্ঠান ছিল ওই বেসরকারী হোটেলে এবং তা দুপুরেই শেষ হয়ে গেছে। তাই ওনার সুস্থতা কামনা করে শুভেচ্ছপত্র নিয়ে যাচ্ছি।

এদিন সকালে যুব তৃণমূলের ১০ সদস্য বিরোধী দলনেতার বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। শুধু পশ্চিম বর্ধমান জেলাই নয় , রাজ্যের সব ব্লক থেকেই তৃণমূলের যুব ও ছাত্ররা এই অভিনব প্রতিবাদে সামিল হচ্ছে বলেও জানা গেছে।
অন্যদিকে যুব তৃণমূলের এই কর্মসূচীকে তীব্র কটাক্ষ করে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন যে এরা যাচ্ছে সুস্থ হয়ে , কিন্তু মেদিনীপুরে গিয়ে অখিল গিরির সংষ্পর্ষে এলেই অসুস্থ হয়ে পড়বে। উল্লেখ্য সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অখিল গিরির মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।

যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে , ততই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের লাগামছাড়া মন্তব্য উঠে আসছে সংবাদ শিরোনামে। শাসক বিরোধী পাল্লা দিয়ে কু-কথার ফুলঝুরি ছড়াচ্ছেন আর তা তারিয়ে তারিয়ে উপভোগ করছে রাজ্যবাসী। এই নানান কু-কথার চালাচালিতে আখেরে রাজনৈতিক সুবিধে কে কত পাচ্ছে , তা নিয়ে বিতর্ক চলুক , কিন্তু রাজ্যবাসীর বিনি পয়সায় বিনোদন যে কানায় কানায় পুর্ন হচ্ছে , তা বলাই বাহুল্য।