
সৈয়দমফিজুল হোদা,৯৯ বাংলা নিউজ, বাঁকুড়া:পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে পাত্রসায়েরের রাজনৈতিক সংঘর্ষ ততই বাড়ছে।আবারও রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে পাত্রসায়ের ব্লকের বেলুট বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।এবার তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।বিজেপি কর্মীদের মারে গুরুতর জখম হয়ে তিন তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ টহলদারি চালাচ্ছে।
তৃণমূলের দাবি , বেলুট বাজারে সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেখানেই অংশগ্রহণ করেছিলেন তৃণমল কর্মীরা।অভিযোগ এলাকার বিজেপি নেতা মুক্তা সাঁতরা নেতৃত্বে বেশ কয়েকজন রড টাংঙি নিয়ে অতর্কিতে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করে।তাদের বেধড়ক মারধরের পাশাপাশি ধারালো অস্ত্রের কোপ দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়।এই ঘটনায় তিনজন তৃণমূল কর্মী আহত হন ।আচমকা হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।স্থানীয় বাসিন্দারা আহত তৃণমূলকর্মীদের তড়িঘড়ি তাদের উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান।আহতরা এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ।
বিষ্ণুপুর সংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তের অভিযোগ , বিজেপি লেভেল পাল্টে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে।আমরা প্রশাসনকে অনুরোধ করছে আইনি পথে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
যদিও বিজেপি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।বিজেপির পাত্রসায়ের মণ্ডল ২ এর সভাপতি অনুপ ঘোষ বলেন , ব্লকে তৃণমূল বলতে কিছু নেই ওরা বিজেপি আতঙ্কে ভুগছে। এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ।আর নিজেদোর দোষ ঢাকতে তৃণমূল আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।