
৯৯ বাংলা নিউজ, বাঁকুড়াঃবারংবার আবাস যোজনা সহ একাধিক দুর্নীতিতে সরব হতে দেখা গেছে রাজ্যের বিরোধীদলকে।কখনো ব্লক অফিস ঘেরাও তো কখনো প্রকাশ্যে বিদ্রোহতে সামিল হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের। বারংবার আবাস যোজনা,পানীয় জল এবং বিভিন্ন সরকারি ভাতা প্রসঙ্গে স্বচ্ছতা আনার জন্য একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি। প্রতিবাদে রবিবার বাঁকুড়া ১ ব্লকের পুয়াবাগান মোড়ে পথ অবরোধ বিজেপি নেতাকর্মীদের।অবরোধের নেতৃত্ব দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা।
নীলাদ্রি শেখর দানার দাবি, যেভাবে তৃণমূল রাজ্যের প্রশাসনকে তৃণমূলীকরণ করছে তারই প্রতিবাদে আজকের এই পথ অবরোধ।শুধু তাই নয় সেই পথ অবরোধ কর্মসূচিতে খোলা রাস্তায় তাঁকে সাংবাদিকদের তীব্র ভাষাতেও আক্রমণ করেন।
বিধায়কের এই ধরনের কর্মকাণ্ডতে সুর চড়িয়েছে শাসক তৃণমূল শিবির বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, যে যেমন মানুষ তার তেমন কালচার।বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই জনসমক্ষে আসার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে। সাংবাদিকদের আক্রমণের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, উনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার সন্দেহ আছে তাই তিনি এই ধরনের মন্তব্য করছেন।