
৯৯ বাংলা ডেস্ক , দুর্গাপুর : পঞ্চায়েত ভোটকে পাখির চোখে রেখে রাম-বাম-শ্যাম সকল দলীয় নেতারা মাঠে নেমে পড়েছেন। প্রাক থেকেই রাজনৈতিক মহলের ধারণা, রাঢ়বঙ্গে শক্তি বৃদ্ধির কথা মাথায় রেখেই এই অঞ্চলের কার্যত কেন্দ্রস্থল দুর্গাপুরকে বৈঠকের জন্য বেছে নিয়েছেন বিজেপি নেতৃত্ব। আজকে দলের প্রদেশ কার্যকরণী বৈঠকের দ্বিতীয় দিনের সকালে ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শনিবার, স্থানীয় বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘোড়ইকে সাথে নিয়ে বাইক র্যালির মাধ্যমে মন্দিরে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি। এরপর পুজো শেষে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে জানান, মা দুর্গতি নাশিনী মা কালী , তিনি অন্যায়ের দমন করেন এবং দুষ্টের দমন করেন। তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন, পশ্চিমবাংলা যেন অসুর মুক্ত হয়। এছাড়াও মায়ের কাছে প্রার্থনা এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, দুর্নীতিমুক্ত বাংলা গড়ার কথা দিয়ে এমন কার্যকলাপকে ধিক্কার।