
নিজস্ব প্রতিবেদন, কাঁকসা : রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে এবার পানাগড় অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করলেন। শনিবার কাঁকসার ডাকবাংলো এলাকার পানাগড় অগ্নি নির্বাপন কেন্দ্রে কালীপূজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের সূচনা করেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল।
এছাড়া এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পানাগড় ফায়ার ব্রিগেডের আধিকারিকরা। এদিন রক্তদান শিবিরে ৩০ জন কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। সেখানে কয়েকশো মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান।কাঁকসার এসিপি সুমন কুমার জসওয়াল জানিয়েছেন। রক্তদানের প্রতি সবাইকে উৎসাহ দেখিয়ে এগিয়ে আসতে হবে। যে কর্মীরা মানুষের বিপদে-আপদে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে বেরিয়ে পড়েন তারা সমাজকে রক্তদানের জন্য এগিয়ে আসার বার্তা দিয়েছেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, পানাগড় অগ্নি নির্বাপন কেন্দ্রের ওসি আদিত্য কুমার চ্যাটার্জি জানিয়েছেন, তারা প্রতি বছর কালি পুজোর আয়োজন করেন। কালি পুজোর পাশাপাশি তারা পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রুগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন। এবং এর পাশাপাশি এবছর রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে তারা এই বছর কর্মীদের আবেদনে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেন। যেখানে ৩০ জন কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করেন।