
৯৯ বাংলা নিউজ ডেস্ক: চাকরিপ্রার্থীদের কাছে তিনি হলেন ভগবান। একের পর এক নজিরবিহীন রায় দান করে তাক লাগিয়েছেন গোটা দেশকে।বিগত কয়েক মাস ধরেই তাঁর একাধিক সিদ্ধান্ত দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। অন্ধকারের চাদর সরিয়ে এখন আলোর দিশা দেখাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলার সেই ভগবান এবার নিলেন নজিরবিহীন সিদ্ধান্ত। মরণোত্তর দেহদানের অঙ্গীকার করতে চলেছেন তিনি। এমনটাই জানাল এক স্বেছাসেবী সংগঠনকে।
উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ চিকিৎসা বিজ্ঞান দিবস উপলক্ষে তাঁদের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই মরণোত্তর দেহদানের অঙ্গীকার নিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। সেদিনেই নেবেন এই নজিরবিহীন সিদ্ধান্ত।
একাধিক মামলার রায়ে দান করে সবার নজর কেড়েছেন এই বিচারপতি। এই মুহুর্তে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। যার অধিকাংশ মামলা চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। পাহাড় প্রমাণ দুর্নীতির নজির দেখেই এক ডজন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। যার জেরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা সহ একাধিক ব্যক্তিদের ঠিকানা এখন জেল। জেলে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।
তবে দেহদানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আমজনতা।তাঁর বক্তব্য বারবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে। হআবার দুর্নীতি দেখলেই চাকরি হারিয়েছেন শয়ে শয়ে চাকরি প্রার্থীরা। তাই বাহবার পাশাপাশি বিদ্রুপ শুনতে হয়েছে তাঁকে। এখন সমাজ কল্যানের দিকে একধাপ এগিয়ে এলেন বিচারপতি।