

কৌশিক বসু,দুর্গাপুর : মঙ্গলবার রাত ১১.৩০টা নাগাদ বোমার আওয়াজে কেঁপে উঠল শিল্পনগরীর ইস্পাত কলোনীর মার্কনি এ্যাভিনিউ, অন্তত এমনই অভিযোগ বাড়ীর বাসিন্দাদের। ঘটনাস্থল ৯/১৯ মার্কনী এ্যাভিনিউ। এদিন রাতে দুটি বোমা ফেলা হয় বলে অভিযোগ ওই বাড়ীর গৃহবধু গিনা পালের। গিনা পাল বর্তমানে গর্ভবতী , বাড়ীতে তাঁর মা ও তিন সন্তান ছিলেন। এমন সময় ব্যাপক আওয়াজ ও ধোঁয়ায় ভরে যায় চারিদিক। প্রচন্ড আতংকে গোটা পরিবার রাস্তায় বেরিয়ে আসে। ঘটনাস্থলে দেখা যায় ইতিউতি বোমার সুতলি পড়ে রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে। তবে কি কারনে এই বোমাবাজির ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পরিবারের সদস্য অরূপ পালের চন্ডীদাস বাজার স্থিত একটি দোকান নিয়ে এদিনই দুপুরে গন্ডগোল বাধে। এই বোমাবাজির ঘটনা তারই জের কিনা , সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে আপাত শান্ত শিল্পশহরে এই বোমাবাজির অভিযোগ নিশ্চিত ভাবেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
