
৯৯ডিজিটাল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। কালভার্টের রেলিং ভেঙে বাস পড়লো বেশ কয়েমিটার দূরে। প্রাথমিক ভাবে অনুমান বাসের চাকা ফেটেই এই দুর্ঘটনা। কমবেশি এই দুর্ঘটনায় প্রায় ১৪ জন যাত্রী আহত হয়েছেন।
সূত্রের খবির, কাটোয়া-বোলপুর রুটের বাসটি যাত্রী নিয়ে কাটোয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে বোলপুর যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। যাত্রীদের দাবি, দুর্ঘটনার সময়ে বাসচালক অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিং ভেঙে পড়ে যায় বাসটি। অন্তত ১৪ জন যাত্রী এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন।
গোটা ঘটনায় আতঙ্কিত বাসযাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছায় পুলিশ। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত ভাবে মনে করা হচ্ছে, বাসের কোনও একটি চাকা ফেটেই ঘটে এই দুর্ঘটনা।