
৯৯ নিউজ বাংলা ডিজিটাল : দীর্ঘদিন ধরে সংষ্কার হয়নি দুর্গাপুরের প্রানকেন্দ্র সিটি সেন্টারের বাস টার্মিনার্স ভবন কমপ্লেক্সের। অবশেষে বুধবার বিকেলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের বাস টার্মিনাস ভবন কমপ্লেক্সের সংস্কারের কাজের সূচনা হল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জী এই সংষ্কার কাজের শুভ উদ্বোধন করলেন। । দীর্ঘদিন ধরে এই ভবন সংষ্কার না হওয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের সমস্যার কথা ভেবেই এদিন শুরু হল কাজ। প্রায় ২১লক্ষ ৭৫হাজার টাকা ব্যয় করে হতে চলেছে সংস্কার। সংস্কারের কাজ শুরু হয়েছে এবং দ্রুত শেষ হয়ে যাবে বলেও আশাবাদী পর্ষদের চেয়ারম্যান।