
৯৯ বাংলা ডেস্ক , আসানসোল : গরুপাচারকাণ্ডে অবৈধ টাকা রাখতে সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কেও ‘ভুয়ো’ অ্যাকাউন্ট খোলা হয়েছিল। যাঁদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, তাঁরা কিছুই জানতেন না। দাবি সিবিআই এর।
সম্প্রতি বীরভূম জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পান সিবিআই আধিকারিকেরা। আসানসোল আদালতে সিবিআই দাবি করে যে, এমন আরও অনেক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এ রকমই এক ‘ভুয়ো’ অ্যাকাউন্টের মালিক বীরভূমের নানুরের কালিকাপুর এলাকার এক বাসিন্দা প্রভাত দাস। তিনি পেশায় দর্জি। সিবিআই আধিকারিকরা তাঁর কাছ থেকে জানতে পারেন, প্রায় এক বছর আগে হঠাৎ করে তাঁর কাছে বেসরকারি ব্যাঙ্কের একটি চেক আসে। তখন তিনি বুঝতে পারেননি, অ্যাকাউন্টটি আদতে কার। কী ভাবে সেখানে থেকে চেক এল।
প্রভাত দাসের দাবি, অক্ষয় থানদার নামে এক ব্যক্তি বেকার ভাতা পাইয়ে দেবেন বলে তাঁর থেকে নথিপত্র নিয়ে গিয়েছিলেন। পরে প্রভাত জানতে পারেন এই বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট খোলা হয়েছে। অ্যাকাউন্টে নাম প্রভাতের। কিন্তু মোবাইল নম্বর তাঁর নয়। প্রভাতের দাবি, ওই অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে।