
৯৯ বাংলা নিউজ ডেস্ক : মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গীটোলা এলাকায় আবাস যোজনার ঘর দেখতে আসে কেন্দ্রীয় তদন্তকারী প্রতিনিধি দল৷ এই প্রসঙ্গে,এবার মুখ খুললেন প্রবীণ তৃণমূল নেতা তথা বিধানসভার উপ-মুখ্যসচেতক তাপস রায়৷ তিনি বলেন,আবাস যোজনায় কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে কি হবে? এর আগেও সেন্ট্রাল টিম ঘুরেছে, ঘুরুক। ভবিষ্যতেও ঘুরবে৷ তাঁরা আসবে ঘুরবে৷ কেন্দ্রীয় টিম বিশেষ দল দ্বারা পরিচালিত।
নন্দীগ্রামে নয়া সেতুর ঘোষণা কুণালের। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘উত্তেজনা ছড়াতে পারে, আশঙ্কা ওয়াকিবহাল মহলের। নন্দীগ্রামে যদি কোন উত্তেজনা হয় সাধারণ পুলিশ প্রশাসন আছে, তারা বুঝে নেবে।’’ সিউড়ির সমবায় ব্যাঙ্কে কালো টাকা সাদা প্রসঙ্গে তাপস বাবু বলেন, ‘‘যদি আর্থিক দুর্নীতি হয়ে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’’
সুন্দর বনে বুড়ি গঙ্গায় সেতু নির্মাণ নিয়ে মমতা ও সিপিএম-এর দ্বন্দ্ব নিয়ে উপ মুখ্যসচেতকের দাবি, ‘‘সিপিআইএম ৩৪ বছর ক্ষমতায় ছিল৷ তারা কিছু করেনি৷ তাহলে এখন দ্বন্দ কিসের? বাংলার প্রয়োজনে যা যা করার তৃণমূল সরকার তা করবেই৷ তাতে যতই বাধা আসুক না কেন তৃণমূল সরকার তা করে দেখাবে৷’’ আবার ২৬শে জানুয়ারি বাংলার ট্যাবলো পাওয়া নিয়ে বলেন, ‘‘এটা কোন করুনা বা দয়া নয়৷ প্রজাতন্ত্র বা স্বাধীনতা কিংবা শিক্ষা-সংস্কৃতিতে বা স্বাধীনতা সংগ্রামে বাংলার যা ভূমিকা সেখানে বাংলার ট্যাবলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।’’ অনুব্রত প্রসঙ্গে তাপস রায় বলেন, ‘‘এক ব্যক্তির এতো অ্যাকাউন্ট থাকলে তা জবাব দিহি করতেই হবে। না হলে আইন যা ব্যবস্থা নেওয়ার নেবে।’’