
নম্রতা সামন্ত, ৯৯ বাংলা নিউজ ডেস্ক : সপ্তাহের প্রথম দিনেই অগ্নিকাণ্ড। সাতসকালে আগুন লাগল কলকাতার চেতলায় একটি বাড়িতে। এলাকায় ঢেকে যায় কালো ধোঁয়ায়৷ খবর পেয়ে দমকল আসে৷ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার চেতলা এলাকায়৷ এখনও পর্যন্ত খবরে জানা গিয়েছে, চার জন আহত হয়েছেন ঘটনায়৷ তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সোমবার সকালে ৭টা২০ নাগাদ হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা৷ আগুনের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় একটি বাড়ি থেকে গল গল করে ধোঁয়া বের হচ্ছে৷ স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে৷ কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় নেভানো অসম্ভব হয়ে পড়ছিল। তারপরই খবর দেওয়া হয় দমকল বিভাগে৷খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়৷ শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ৷ দমকল বিভাগের কর্মীদের প্রাথমিক অনুমান, এই ভয়াবহ আগুনের কারণ গ্যাস সিলিন্ডার লিক৷ ঘটনায় চারজন আহত হয়েছেন৷ তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
জানা যায়, সোমবার সকালে চেতলার ৬২/২ রোডের একটি অ্যাসবেস্টাসের চালের কুঁড়ে ঘরে আগুন লাগে৷ স্থানীয় বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠেই পোড়া পোড়া গন্ধ নাকে আসে। বাড়ির বাইরে বেরতেই দেখতে পান, অ্যাসবেস্টাসের চালের ওই বাড়িতে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে তারা নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সেই সময় বাড়ির ভিতরেই দুই সন্তান সহ ওই দম্পতি আটকে পড়েছিলেন। খবর দেওয়া হয় দমকলেও। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ওই পরিবারকেও। অগ্নিকাণ্ডে বাড়ির ভিতরের সমস্ত কিছু পুড়ে গিয়েছে।