
৯৯ বাংলা নিউজ,পূর্ব বর্ধমান:ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইলকে নিয়ে বর্ধমানে চরম বিশৃঙ্খলা।রবিবার দর্শকদের হুড়োহুড়িতে পদপৃষ্ঠের মত অবস্থার সৃষ্টি হয়।বিশৃঙ্খলা থামাতে পুলিশ প্রশাসন রীতিমত নাজেহাল হয়।একটা সময়ে উন্মত্ত দর্শকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যায়।
জানা গিয়েছে প্রতি বছরের মত এবার বর্ধমানের মালির মাঠে আয়োজিত হয় রাজনন্দিনী কাপ।টেনিস বলের এই প্রতিযোগিতায় অতীতে একাধিক তারকা ক্রিকেটার এসেছেন খেলা দেখতে। কপিলদেব, লারা,গৌতম গম্ভীর সহ বহু ক্রিকেটার মালির মাঠে উপস্থিত থেকেছেন। চার দিন ধরে চলা এই টেনিস বলের প্রতিযোগিতার শেষ দিন আসেন ক্রিকেটার ক্রিস গেইল।
সকাল থেকেই ক্রিকেট ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।দুপুরে কলকাতা থেকে ক্রিশ গেইল খেলার মাঠে ঢোকার আগেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।ঠেলাঠেলিতে বিরাট দুর্ঘটনা ঘটার মত পরিস্থিতি তৈরি হয়।রবিবার দুপুর ২টো নাগাদ বর্ধমানের মাটিতে পা রাখেন গেইল।এদিন ছিল রাজনন্দিনী কাপের শেষ দিনের খেলা।সেই খেলার ফাঁকে হুড খোলা গাড়িতে তাঁকে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যায়।গেইলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিস মোতায়েন করা হয়।কোভিডের জন্য গত দু’ছর এই প্রতিযোগিতা স্থগিত ছিল। তবে এবার ফের জাঁকজমকভাবে চার দিনের এই ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হয়।