
বিশ্বজিৎ সাহা, মালদাঃ হাতে টাকা না থাকায় বৌ ছেড়ে গিয়েছে। তারপর থেকে যা-ই উপার্জন করতো তা দিয়েই শুরু লটারি কাটা। কখনও লটারিতে ৫০০টাকা পেয়েছেন, তো কখনও ১২০০ টাকা, আবার কখনও পেয়েছেন ৭০০০টাকা।
কিন্তু এবার যে পরিমাণ টাকা তিনি পেলেন তা স্বপ্নেও কখনো কল্পনা করতে পারেন নি লক্ষীপুর চন্দ্রমোহন টোলা এলাকার সঞ্জীত মন্ডল। সকালে কাটা লটারির ফলাফল প্রকাশ হতেই তার কাছে ফোন যায় তিনি এক কোটি টাকা লটারিতে জিতেছেন।
এরপরেই পুরো এলাকায় এই খবর চাউর হয়ে যায়। অনেকে তাকে দেখতে ভীড় জমান তার বাড়িতে। খবর যায় বৈষ্ণবনগর থানার ডিউটি অফিসার সুশান্ত দাসের কাছে, তরিঘরি তিনি সঞ্জীত মন্ডলের নিরাপত্তার জন্য কয়েকজন পুলিশ কর্মীকে তার বাড়িতে পাঠান। ইতিমধ্যেই তাকে নিরাপত্তাগত কারণে নিয়ে আসা হয় বৈষ্ণবনগর থানায়।
সঞ্জীতবাবু জানান,গত তিন বছর ধরে লটারি কিনি। কখন ৫০০ বা হাজার খানেক টাকা পেয়েছি। কিন্তু এবার আমার কেনা লটারিতে এক কোটি টাকা লেগেছে। কখনো ভাবিনি এত টাকা লটারিতে জিতবো। লটারির ফলাফল জানার পরই আমি হতবাক হয়ে গিয়েছিলাম। অনেকে তা জানতে পেরে আমার সাথে দেখা করতে আসে, এনিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছিলাম। এরপরেই পুলিশে খবর দিলে পুলিশ আমার নিরাপত্তা সুনিশ্চিত করে।