
৯৯ ডিজিটাল ডেস্ক, দুর্গাপুরঃ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সৌজন্যে এবং সিআরপিএফ দুর্গাপুর শাখার উদ্যোগে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৮.৫ কিমি এর এই হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সিআরপিএফ জওয়ান ও তাদের পরিবার ছাড়াও এলাকার প্রায় ৬০ জন মহিলা সহ মোট ৪৫০ জন প্রতিযোগী অংশ নেন।
দুর্গাপুরের অমরাবতীর সিআরপিএফ গ্রুপ সেন্টার থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়। সূচনা লগ্নে উপস্থিত ছিলেন সিআরপিএফ দুর্গাপুর শাখার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দেবব্রত ভট্টাচার্য্য।
এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পর্কে ডিআইজি দেবব্রত ভট্টাচার্য্য জানান, আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে এই হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন। পাশাপাশি, সকলকে সুস্থ রাখার ক্ষেত্রেও এ এক অন্য প্রয়াস।
প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় সিআরপিএফের পক্ষ থেকে।