
কৌশিক বসু,দুর্গাপুর : বন্ধুর সিমকার্ড নিয়ে ভুয়ো কল করে কোটি টাকা প্রতারনার অভিযোগে দিল্লী পুলিশের জালে দুর্গাপুরের তিন যুবক। ধৃতদের ৩ দিনের ট্রানজিট রিমান্ডে দিল্লী নিয়ে গেল পুলিশ। ধৃতদের নাম দীপঙ্কর আঁকুড়ে,অনিকেস দাস ও অর্ঘ্য মজুমদার। ধৃতরা কোকওভেন থানার বীরভানপুর ও ডিপিএলের ক্ষুদিরাম কলোনীর বাসিন্দা। মঙ্গলবার তিন যুবককে গ্রেপ্তার করার পর বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে পেশ করে দিল্লী পুলিশ।
সুত্র মারফত জানা গেছে ধৃত দীপঙ্কর আঁকুড়ে ও অনিকেশ দাসের কাছ থেকে সিম কার্ড নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারনা চক্র চালাত অর্ঘ্য মজুমদার। দুটি সিম কার্ড থেকে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার ফোনকল করা হয়েছে বলে জানা গেছে।
২০২৩ সালে ১১ই মার্চ দিল্লী সাইবার ক্রাইম থানায় আর্থিক প্রতারনার একটি অভিযোগ দায়ের হয়। প্রতারকদের বিরূদ্ধে ৪২০/১২০ বি ধারায় মামলা রুজু করে দিল্লী সাইবার ক্রাইম থানার পুলিশ। দিল্লী পুলিশের আধিকারিক জয়দেব মোড়ার নেতৃত্বে চার সদস্যের একটি দল দুর্গাপুরে আসে। কোকওভেন থানা এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। এই চক্রের সাথে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে পুলিশ সুত্রে জানা গেছে , তবে এ বিষয়ে দিল্লী পুলিশ মুখ খুলতে রাজি হয়নি। তাদের সন্ধানেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ধৃতদের বিরূদ্ধে বহু টাকার প্রতারনার অভিযোগ রয়েছে বলে জানান সরকারী আইনজীবি সিদ্ধার্থ বসু। জামতাড়া গ্যাঙের সঙ্গে মিলে তারা এই অপরাধ সংগঠিত করত বলে জানান সরকারী আইনজীবি।