
৯৯ বাংলা নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় নামতে না পেরে, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাতটি বিমান।
বেশ জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। তবে ঠাণ্ডার থেকেও যেটি সবথেকে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হল ঘন কুয়াশা। এই কুয়াশার জেরেই ব্যহত হচ্ছে জনজীবন। বিশেষ করে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রেন ও বিমান চলাচলের ক্ষেত্রে। কুয়াশার জেরে বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন ও প্লেন। শুধু তাই নয় ঘুরিয়ে দেওয়া হচ্ছে অভিমুখ।
জানা গেছে, বিভিন্ন দেশ থেকে মোট সাতটি আন্তর্জাতিক বিমান রবিবার (৮ নভেম্বর) সকালে ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে এই সাতটি বিমানকেই ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
দেখে নিন রয়েছে কোন কোন বিমান……
১) ১৬৮ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করেছে জাজেরা এয়ারওয়েজ বিমান J9531
২) ২৪৯ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করেছে বিমান বাংলাদেশ BG 350 ।
৩) ১৯৭ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করেছে কাউয়াতি এয়ারওয়েজ বিমান।
৪) ১৬১ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করেছে এয়ার আরবিয়া বিমান ।
৫) ১৪৬ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করেছে US বাংলা ।
৬) ২৭৮ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করেছে গালফ এয়ার ফ্লাইট ।
৭) ১২৬ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করেছে সালাম এয়ার বিমান ।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, যাত্রীরা সকলে নিরাপদে আছেন। আবহাওয়ার উন্নতি হলেই ফের কলকাতা থেকে ওই সাতটি বিমানই ঢাকার উদ্দেশে রওনা দেবে।