
সন্তোষ কুমার মণ্ডল, ৯৯ বাংলা নিউজ,আসানসোল: সালানপুর ব্লকের দেন্দুয়া মোড় সংলগ্ন আসানসোল চিত্তরঞ্জন রাস্তায় ধস। শনিবার ধস লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা।প্রায় তিন ফুট রাস্তা আচমকা বসে যায় বলে জানান স্থানীয়রা।কয়েক দিন ধরে ওই রাস্তার পাশে চলছে জলের পাইপ লাইনের কাজ। সম্ভবত পাইপ লাইনের কাজ চলার জন্যই ধস হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।তবে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।
ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই দুর্ঘটনা এড়াতে এদিন জায়গাটি ব্যারিকেড করে রাখা হয়।খবর দেওয়া হয় সালানপুর থানায়।ঘটনা স্থলে ছুটে আসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান রঞ্জন দত্ত।খবর দেওয়া হয় পি.এইচ.ই দপ্তরে।তবে গর্তটি রাস্তার ধারে হওয়ায় যানচলাচলে কোনো রকম অসুবিধা হয়নি।
রাস্তা আচমকা বসে গিয়ে গর্ত প্রসঙ্গে মহম্মদ আরমান বলেন, পি.এইচ.ই দপ্তর থেকে পানীয় জলের পাইপ লাইনের কাজ চলছে।গতকাল মেশিন দিয়ে রাস্তার ভেতর হয়ে হিউম পাইপ বসানোর কাজ করা হচ্ছিলো,হয়তো তারই জন্য পাশের রাস্তাটি বসে গেছে।পি. এইচ. ই দপ্তরের সাথে কথা হয়েছে খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে।