
বিশ্বজিৎ সাহা, ৯৯বাংলা ডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী রাজ্যবাসির জন্য উপর দিয়েছেন দিদির সুরক্ষা কবজ।সোমবার সকাল থেকে সুরক্ষা কবজ নিয়ে হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের শুরু হয় বাড়ি বাড়ি যাওয়া।
সেই মতে দলের কর্মীদের নিয়ে সাধারণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে “দিদি সুরক্ষা কবজ”নিয়ে কি কি পরিষেবা সাধারণ মানুষ পাছে এবং কি কি পাচ্ছে না তানিয়ে এদিন এই সুরক্ষা কবচ শুরু হয়। তৃণমূল সুপ্রিমো কর্মীদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের বাড়ি বাড়ি যেতে তাদের যেসব পরিষেবাগুলি রয়েছে তা মানুষের কাছে পৌঁছে যায়।
সোমবার প্রথম দিন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বামনগোলা ব্লকের তৃণমূলের সভাপতি নেতৃত্বে বামনগোলা ব্লকের ধর্মডাঙ্গা, ডাকাতপুকুর ,বামনগোলা সহ বিভিন্ন এলাকায় দিদির সুরক্ষা কবচ নিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধান করার আশ্বাস দেওয়া হয় ও দিদির সুরক্ষা কবজে কি কি পরিষেবা সাধারণ মানুষ পাবে সেই বিষয়ে সাধারণ মানুষদেরকে বুঝিয়ে দেওয়া হয়।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার,যুব সভাপতি সমীর কর্মকার,আরটি এ মেম্বার অমল কিসকু, তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ অন্যান্য কর্মীরা।