
৯৯ বাংলা ডেস্ক : “ওদের এটা পুরনো অভ্যেস। মোদীকে সরিয়ে দিদিকে বসাতে চাইছেন। স্বপ্ন দেখছেন অমর্ত্য সেন।” অমর্ত্য সেনের মন্তব্যের প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। রবিবার, আজ নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। প্রতিদিনের মত এদিন পার্কে এসে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন তিনি।
এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “নিজের নিজের রাস্তা সাফ করছেন সবাই। প্রধানমন্ত্রী হতে গেলে সিট লাগে। পশ্চিমবঙ্গের বাইরে টাকার থলি নিয়ে ঘুরে ঘুরেও একজনকেও জেতাতে পারলেন না, পঞ্চায়েতেও জেতাতে পারলেন না। আর তিনি হবে প্রধানমন্ত্রী? অমর্ত্য সেনকে জিজ্ঞাসা করা উচিত, যারা দিদির পাশে ছিলেন তাঁরা কেউই নেই। অমর্ত্য সেনদের এটাই পুরোনো অভ্যেস, মোদীকে সরিয়ে অন্য কাউকে বসাবেন। আর সেই কারণেই দিদিকে নিয়ে সেই স্বপ্নটা দেখছেন উনি।”