
৯৯ বাংলা নিউজ ডেস্ক: মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে ব্যবসায়ীদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং গার্লস হোস্টেলে দুটি শীতল জলাধার প্রকল্পের উদ্বোধন করলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া, উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়, মাল দাও মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক সহ চিকিৎসক এবং ব্যবসায়ীরা। এ ব্যাপারে মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন জেলাশাসক আমাদের কাছে অনুরোধ করেছিলেন মালদহ মেডিকেল কলেজে দুটি পরিশ্রুত পানীয় জলের জলাধার করে দেওয়ার জন্য। আমরা জেলা শাসকের অনুরোধকে মান্যতা দিয়ে আমাদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এই দুটো পরিশ্রুত পানীয় জলের জলধার তৈরি করে দিয়েছি। শুক্রবার বিকেলে মাননীয় জেলাশাসক ও মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন চিকিৎসক এবং ব্যবসায়ীদের উপস্থিতিতে এর উদ্বোধন করা হল। এছাড়াও এদিন মালদহ মেডিকেল কলেজের এমএসডিপি আমাদের কাছে অনুরোধ করেন যে রোগী এবং রোগীর পরিবারের স্বার্থে আউটডোরের সামনে আরো দুটি জলাধার করে দেওয়ার জন্য। আগামী কয়েক দিনের মধ্যেই আমরা ওই দুটি জলাধার তৈরি করার প্রতিশ্রুতি দিলাম।