
কৌশিক বসু,দুর্গাপুর : দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে ইতিমধ্যেই কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। শহরের সৌন্দর্যায়ন বজায় রাখতে বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে স্বচ্ছতা মশাল মার্চ অনুষ্ঠিত হলো। এই র্যালির উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা যাতে মানুষ যত্রতত্র নোংরা না ফেলে। এই মিছিলে পা মেলান “নির্মল সাথী”রা , যাদের কাজ বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো যাতে যত্রতত্র নোংরা না ফেলা হয় । শহরের সমস্ত ওয়ার্ডে নীল ও সবুজ রংয়ের নোংরা ফেলার বালতি দেওয়া হয়েছে। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্যা রাখি তেওয়ারি জানান যে এই নির্মল সাথী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবেন যে কোন বালতিতে কোন নোংরা ফেলতে হবে। দুর্গাপুর কে সুন্দর করে গড়ে তুলতে র্যালির শেষে এদিন শপথ নেওয়া হয় বলে জানান রাখি তেওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি।