
৯৯ ডিজিটাল ডেস্ক, দুর্গাপুর : আচমকাই বদলির নির্দেশ, প্রতিবাদে সরব ডিপিএল এর স্থায়ী কর্মীরা। উত্তেজনা রাজ্যের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ডিপিএলে, রাজনীতির উর্ধ্বে উঠে আন্দোলনের হুঁশিয়ারি সিটু এবং বিএমএস এর।
নোটিশ ছাড়াই হঠাৎ বদলির নির্দেশে বিপাকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ৩৩২ জন স্থায়ী কর্মী। বুধবার সকালে এই নির্দেশনামা হাতে আসতেই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন সংশ্লিষ্ট কর্মীরা। ওই ৩৩২ জন কর্মীকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমের খাদ্য দপ্তরে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবাদে, আসরে নেমেছে বাম শ্রমিক সংগঠন সিটু এবং ভারতীয় মজদুর সংঘ। এই নির্দেশ দ্রুত বাতিল করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি স্থায়ী শ্রমিকদের। রাজনীতির উর্ধ্বে উঠে সিটু এবং ভারতীয় মজদুর সংঘ একযোগে সেই আন্দোলনের পাশে দাঁড়াবে। এদিন দুই শ্রমিক সংগঠনের তরফে অভিযোগ করা হয়, রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে বিলগ্নীকরণ করার চক্রান্ত করছে রাজ্য সরকার। শ্রমিকদের ভিন জেলায় পাঠিয়ে দিয়ে কারখানার ঝাঁপ বন্ধ করার চক্রান্ত চলছে।
যদিও এ প্রসঙ্গে সংস্থার জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, “রাজ্য সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত।” একইসাথে তিনি বলেন, “ডিপিএলের উন্নতি সাধনে এই মুহূর্তে অতিরিক্ত লোকের প্রয়োজন নেই। তাই ৩২২ জন কর্মীকে এমন জায়গায় বদলি করা হয়েছে যেখানে তারাও তাদের প্রাপ্য সম্মান পাবেন।”