

৯৯ ডিজিটাল ডেস্ক : যে সময় কলকাতা সহ হাওড়া জেলায় মাত্রা ছাড়িয়েছে ডেঙ্গু, সে সময় দুর্গাপুরের ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাপতি এলাকায় একাধিক ডেঙ্গু আক্রান্তের খবর উদ্বেগ বাড়িয়েছে। গতকাল সন্ধ্যেয় এই খবর জানাজানি হওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। এই এলাকায় এক নাবালক, এক নাবালিকা সহ আরো দুই মহিলার শরীরে থাবা বসিয়েছে ডেঙ্গু।

এছাড়াও আশেপাশের এলাকাতে আরো দুজনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে বলে জানান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি। সাম্প্রতিক অতীতে দুর্গাপুরে একসাথে এত জনের একই এলাকায় ডেঙ্গু আক্রান্তের হদিশ মেলেনি বলে জানান রাখি দেবী ।মেডিকেল ক্যাম্পে এলাকার মানুষদের ,বিশেষ করে বস্তি এলাকার মানুষের রক্ত পরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি এলাকায় স্প্রে করা হচ্ছে। রাখি তেওয়ারি জানান যে দুর্গাপুরের মানুষ যথেষ্ট সচেতন ,তাই অন্যান্য জায়গায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত হলেও এখানে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে। জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে একজন ৭ দিন আগেই ব্যাঙ্গালোর থেকে ফিরেছেন । ফলে সেখান থেকেও ডেঙ্গুর জীবাণু বয়ে আনতে পারেন বলে অনুমান রাখি দেবীর। আক্রান্তদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। যদি ও আতঙ্কের কিছু ঘটেনি বলে আশ্বাস নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যার ।