
৯৯ বাংলা নিউজ ডেস্ক : ২২ সালের শেষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাংলা ছবি ‘প্রজাপতি’। বড়দিনের ঠিক আগে ২৩ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। তারপর ছবির সাফল্য দেখে সারাদেশের প্রায় ৩৪টি হলে ৩০ ডিসেম্বর মুক্তি পায় ‘প্রজাপতি’। এরূপ বাংলা ছবির ইতিহাসে দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’-র নাম সবাই মনে রাখবে। একদিনে ১ কোটি আয় করেছে ছবি, যা টলিউডের ইতিহাসে নজর কাড়া। প্রজাপতি ঘিরে কম বিতর্ক হয়নি রাজনীতি মহলে। নন্দনে হল পায়নি ‘প্রজাপতি’।
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন , মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য ডুবতে বসেছে প্রজাপতি। আরো বলেন যে, এই ছবিতে মিঠুন চক্রবর্তীকে নেওয়াটা ঠিক হয়নি। কিন্তু সমস্ত কটুক্তিকে ভুল প্রমাণিত করে অবাক করা ব্যবসা করল ‘প্রজাপতি।’ ছবির আকাশ ছোঁয়া সাফল্যের পর এবার প্যান ইন্ডিয়া ফিল্ম অর্থাৎ সর্ব ভারতীয় ছবি বানাবেন বলে মনে করছেন বলে ‘প্রজাপতি’-র প্রযোজক অতনু রায়চৌধুরী।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে প্রযোজক অতনু রায়চৌধুরী বলেছেন,প্রজাপতির সাফল্যের পর মনে করছেন তারা, তাদের সর্ব ভারতীয় জন্য ছবি করা দরকার। এর পরের ছবিটা হয়তো সেই রকমই করবেন। এমনি উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যান্য ভাষাতেও ডাব করে মুক্তি পাবে। যেমন তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড়, হিন্দি।
ফের বাংলা ছবি দেখতে হলে ফিরছে দর্শকেরা। আর এর পিছনের মূল কারণ প্রজাপতি। যা সত্যিই গর্বের বিষয়। সারা ভারত জুড়ে দারুণ প্রতিক্রিয়া পেয়েছে ছবি। দিল্লির মাল্টিপ্লেক্সে পাঞ্জাবি ছবি সরিয়ে ‘প্রজাপতি’কে জায়গা দেওয়া হয়েছে।