
নম্রতা সামন্ত,৯৯ বাংলা নিউজ ডেস্ক : মন ভাল নেই বঙ্গ বিজেপি দলের কর্মীদের৷ বঙ্গে ঘটে চলা বিভিন্ন ঘনঘটার মাঝে প্রশাসনের অন্দরে ‘চোখে চোখ রেখে কথা বলার’ লোকের বড্ড অভাব বোধ করছেন তাঁরা৷ একান্ত আলাপচারিতায় বর্তমান উপ রাষ্ট্রপতি তথা এরাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে মিস করার কথাও বলছেন তাঁরা৷
বিজেপির এক রাজ্য নেতার কথায়, গত সপ্তাহেই দলের নেতারা রাজ্যপালের কাছে গিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ৬৩ পাতার রিপোর্ট জমা দিয়ে এলেন৷ আশা করেছিলাম, উনি কড়া কিছু পদক্ষেপ নেবেন৷ কিন্তু উনি তো সবকিছুতেই রাজ্যের বর্তমান সরকারের ভালো খুঁজে পাচ্ছেন। এই প্রসঙ্গেই বঙ্গের গেরুয়া নেতারা বারে বারে জগদীপ ধনখড়ের নাম স্মরণ করছেন৷ সূত্রের খবর, বর্তমান রাজ্যপালের কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট বঙ্গের গেরুয়া নেতারা ইতিমধ্যেই নিজেদের অনুযোগের কথা শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছেন৷ তবে দিল্লি থেকে এখনও পাল্টা কোনও বার্তা সামনে আসেনি৷
ঘটনার সূত্রপাত, সম্প্রতি এক অনুষ্ঠানে রাজ্য এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছিলেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ রবিবার ফের রাজ্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি৷ এদিন সপরিবারে গঙ্গাসাগরে কপিলমনি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই ছেলে। কপিলমনির মন্দিরে পুজো দেন। পরে গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা প্রসঙ্গে রাজ্যের ভূয়সী প্রশংসা করে রাজ্যপাল বলেন, ‘‘রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ এত সুন্দর ব্যবস্থা করার জন্য । রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এত সুন্দর মেলার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য।’’
স্বভাবতই, বিষয়টিকে ভালো চোখে নেননি বঙ্গের গেরুয়া নেতারা৷ অনুযোগের সুরে তাঁরা বলছেন, রাজ্যজুড়ে কেন্দ্রের একাধিক প্রকল্পে গরিব মানুষের অর্থ লুঠ করা হচ্ছে৷ প্রতিবাদ করলে হামলার মুখোমুখি হতে হচ্ছে৷ দিনকে দিন রাজ্যের আইন শৃঙ্খলারও অবনতি ঘটছে৷ অথচ তা নিয়ে স্পিকটি নট হয়ে রয়েছেন রাজ্যপাল৷ তাঁদের মতে, ধনখড় এই ক্ষেত্রে নিঃসন্দেহে ব্যতিক্রমী ছিলেন৷