

কলকাতা: ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচনের গণনায় কারচুপির অভিযোগ। JPD(join platform Of doctor from) প্রার্থী ডাক্তার অর্জুন দাশগুপ্তের অভিযোগ, ‘‘জাল ব্যালট পেপার ছাপানো হয়েছে। তার কারণ কয়েক হাজার ব্যালট পেপার যেখানে প্রার্থীদের নামের লিস্টে ডাক্তার অর্জুন দাশগুপ্তের নামই নেই। ডাক্তার অর্জুন দাশগুপ্তের নামের জায়গায় ডাক্তার বিশ্বজিৎ ভাদুড়ীর নাম রয়েছে। আর ডাক্তার বিশ্বজিৎ ভাদুড়ীর নাম ব্যালট পেপারের ১ নম্বরেও রয়েছে আবার ১১ নম্বরেও রয়েছে। গর্ত ১৮ তারিখ নির্বাচন শেষ হওয়ার পর ১৯ তারিখ থেকে গণনা শুরু হয়েছে অর্থাৎ আজ দ্বিতীয় দিনে পড়েছে গণনা। যদিও ফলাফল এখনও জানা যায়নি।