
৯৯ বাংলা নিউজ ডেস্ক: দুমাস ধরে বিহারের বক্সরে বিদ্যুৎ প্লান্টের জন্য জমিকে গণ্ডগোল চলছিল। বুধবার সকালে এই আন্দোলন হিংসার আকার নিল । মঙ্গলবার মধ্যরাতে কৃষকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগে উঠেছে বিহার পুলিশের বিরুদ্ধে।এরপরেই বুধবার সকালে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিলেন আন্দোলনকারী কৃষকরা। বুধবার থেকে অশান্ত হয়ে উঠল এলাকা। সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্মীয়মাণ বিদ্যুতের প্ল্যান্টেও ভাঙচুর চালান আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত, দু’মাস ধরে বিহার সরকারের চৌসা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি নিয়ে বক্সরে আন্দোলন করছেন কৃষকরা। তাঁদের অভিযোগ, যে জমি সরকার অধিগ্রহণ করেছে, তার ন্যায্য মূল্য দেওয়া হয়নি। কৃষকদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছেন। কিন্তু পুলিশ দিয়ে আন্দোলন স্তব্ধ করে দিতে চাইছে সরকার। মঙ্গলবার রাতে গ্রামে ঢুকে কৃষক পরিবারের সদস্যদের বেধড়ক লাঠিপেটার অভিযোগ উঠেছে বিহার পুলিশের বিরুদ্ধে। শীতের রাতে পুলিশি ‘হেনস্থা’ থেকে রক্ষা পাননি মহিলারাও। এরপরেই বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়েছে।
যদিও পুলিশের অভিযোগ, আন্দোলনকারীরাই প্রথমে তাদের আক্রমণ করেছে। কিন্তু, অভিযোগ উড়িয়ে দিয়েছেন কৃষকরা। বুধবার পুলিশ বনাম কৃষকদের ঝামেলায় রীতিমতো অশান্ত গোটা এলাকা।