
কৌশিক বসু , দুর্গাপুর : দুর্গাপুরের সিটি সেন্টারে এডিডিএ ভবনে বিধ্বংসী আগুন। সোমবার মধ্যরাতে প্রায় ২টো নাগাদ এই আগুন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের প্রায় দশ থেকে বারটি ইঞ্জিন লাগাতার এসে তিন ঘন্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষে অন্ডাল বিমানবন্দরের দমকল বিভাগ কে খবর দেওয়া হয়। সেখানকার দমকাল এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় পৌঁছান। পৌঁছান আড্ডার অন্যান্য আধিকারিকগণ। চেয়ারম্যান জানান যে প্রাথমিক কাজ আগুন নেভানো, তারপরেই ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে। তবে ভোর ৫.৩০ পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।
