
কৌশিক বসু,দুর্গাপুর : শহর দুর্গাপুর নাজেহাল বিদ্যুৎ বিভ্রাটে, বিভিন্ন এলাকায় দফায় দফায় বিদ্যুৎ থাকছে না। গরমে নাজেহাল শহরবাসী। তারই মধ্যে ঘটে গেল অগ্নিকান্ডের ঘটনা, বিদ্যুৎ না থাকার কারনেই। দুর্গাপুরের বেনাচিতির আমতলা বস্তি , মঙ্গলবার সন্ধ্যে থেকেই এখানে বিদ্যুৎ ছিল না। বস্তিবাসী বিনয় মজুমদার পেশায় ঠিকাদার , বাজারে গিয়েছিলেন। ওনার স্ত্রী ঘরে মোমবাতি জ্বালিয়ে গরমের চোটে বাইরে পড়শীদের সাথে বসে ছিলেন। জলন্ত মোমবাতি থেকে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় ঘরের সব আসবাব পত্র সহ অন্যান্য জিনিষ পুড়ে যায়।

পেছনের বাড়ীর লোক প্রথমে দেখতে পায় আগুন , তারাই চিৎকার করে লোক ডাকে , কিন্তু তার আগেই গোটা ঘর ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। বস্তিতে আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকলে খবর দেওয়া হলে , একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায় নি।