
৯৯ বাংলা নিউজ ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ড ভাটপাড়ায়। বৃহস্পতিবার দুপুরে ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলে আগুন লাগে। মিলের পাটঘরে আগুন লাগার খবর চাউর হতেই কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। পাশাপাশি শ্রমিকরাও আগিন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, এদিন শ্রমিকরা কাজ চলাকালীন আচমকা পাটঘরে আগুন দেখতে পান। এরপরেই তাঁরা বাইরে বেরিয়ে চিৎকার শুরু করেন। মিলের পাটঘরে আগুন লাগার খবরে কর্মরত সমস্ত শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন। ভাটপাড়া দমকলকে খবর দেন। একই সঙ্গে নিজেরাও পাম্প চালিয়ে আগিন নেভানোর চেষ্টা শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন হাজির হয়। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে তার আগেই কয়েক লক্ষাধিক টাকার পাটের ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
কোথা থেকে কীভাবে আগুন লাগল তা এখনও পরস্কার নয়। তবে দমকল কর্মী ও শ্রমিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। মিলে আগুন লাগার খবর চাউর হতেই সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।