
৯৯ বাংলা নিউজ ডেস্ক : কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করতে সরকার প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পশুপালন, হাঁস-মুরগি পালনের পাশাপাশি এখন সরকার কৃষকদের মাছ চাষেও উৎসাহিত করছে। এমনকি সরকার রাজ্যে মাছ চাষের প্রচারের জন্য শুধু কৃষকদের নয় বেকার যুবক – যুবতীদের ও প্রশিক্ষণ দিচ্ছে।
এই দুই দিনব্যাপী মৎস চাষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে দুর্গাপুরের বেনাচিতির আনন্দধারা কমিউনিটি হলে। শনিবার দুপুর দুটো নাগাদ প্রথম দিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ঠ জনেরা। দুর্গাপুর সৃজন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুই দিন ব্যাপী মৎস্য প্রশিক্ষণ শিবিরে এলাকার প্রায় ৮০ জন বেকার যুবক যুবতী অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, যেভাবে রাজ্যে উত্তোরোত্তর মাছের চাহিদা বাড়ছে তার যোগান দিতে বাইরের রাজ্যে থেকে মাছের আমদানী করতে হচ্ছে। বাম সরকারের আমলে সেভাবে প্রথাগত ভাবে মৎস চাষ করা সম্ভব হয়েছিলো না। তবে, তৃণমূল সরকার আসার পর থেকেই বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে মৎস্য চাষ নিয়ে প্রথাগত শিক্ষা প্রদান করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দিশা দেখাতে সক্ষম হচ্ছে। আগামী দিনে রাজ্যেই চাহিদামত উৎপাদনে সক্ষম হবে।